‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২৪ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সারা দেশের ন্যায় লালমনিরহাট আদিতমারী উপজেলায় উদ্যাপিত হলো।
সোমবার (১৮ আগস্ট) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান অফিসার মোকছিদুজ্জামান। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন ও খেজুরতলা মৎস্যচাষি সংগঠক আসাদুজ্জামান।
এ সময় অতিরিক্ত কৃষি অফিসার কৃঞ্চা রানী,উপজেলা প্রোকৌশলী একেএম ফজলুল হক, নির্বাচন অফিসার শফিকুল ইসলাম,খাদ্য অফিসার সিরাজুল ইসলাম,যুব উন্নয়ন অফিসার আরিফ আলী সরকার ও মৎস্যচাষি,মৎস্যজীবী ও উদ্যোক্তা র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে।
আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ, গুণগত মানের পোনা উৎপাদনে পলাশী ইউনিয়নের একরামুল হক ও খেজুরতলা মৎস্যচাষি সমবায় সমিতিকে সম্মাননাস্বরূপ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।
কেকে/এএস