ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় সেলিম হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের দক্ষিণ পাশে সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম হোসেন ঈশ্বরদী পৌর শহরের পূর্বটেংরী ঈদগাহ রোড এলাকার মৃত রমজান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ঈশ্বরদী জংশন স্টেশনের দক্ষিণ পাশে রেললাইন পার হচ্ছিলেন সেলিম। এ সময় রাজশাহী-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে হাত ও পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেকে/এএস