পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এই কার্যক্রমের সূচনা করা হয়। মৎস্য চাষ সম্প্রসারণ, সংরক্ষণ এবং মৎস্যচাষিদের উৎসাহ দিতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পিরোজপুর শহরের রিজার্ভ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর একটি বর্ণাঢ্য রোড র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে সফল মৎস্যচাষি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কেকে/এএস