রাজবাড়ীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার আয়োজেনে রাজবাড়ী কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা আমির অ্যাড. নূরুল ইসলাম, ইসলামী ব্যাংক রাজবাড়ী শাখা প্রধান হাফিজ আল আসাদ, অবসরপ্রাপ্ত ডা. মোহাম্মদ ইউনূস আলী মোল্লা, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জেল হোসেন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুরে জান্নাত রোজা ওপাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার হাসান রুহানি বক্তব্য রাখে।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ইসলামিক বই ও ফুল দিয়ে বরণ করা হয় এবং শেষে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয় শিক্ষার্থীদের।
এ সময় শিক্ষার্থীদের সময় নষ্ট না করে ভবিষৎ লক্ষ্য নির্বাচন ও ভালো মানুষ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান বক্তারা।
কেকে/এএস