দেশে যে মুহূর্তে সাংবাদিক হত্যা, নির্যাতন চলছে, চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলা উপজেলায় সাংবাদিকরা প্রতিবাদ মানববন্ধন করছে। ঠিক সেই মুহূর্তে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রসক্লাবের সভাপতি দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আশরাফুল আলমকে প্রাণ নাশের হুমকিসহ প্রেসক্লাবকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বীমা কর্মী ওরফে হুন্ডি ব্যবসায়ি মাসুদ রানা। এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
জানাগেছে, ২০০৫ সালে হুন্ডি ব্যবসায় জড়িত থাকায় মাসুদ রানাকে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করে। লাইফ ইন্সুরেন্স বীমা কোম্পানির টাকা আত্মসাৎ করে রাতের অন্ধকারে শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। এমন তথ্য পৌর শহরে ভাসছে।
আরো জানা গেছে, তার ছেলে মশিউর এবং ক্যাসিনোর সাথে জড়িত থাকায় ইতি মধ্যে তল্লাশি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অজ্ঞাত কারণে মিউরকে আটক করতে পারেনি পুলিশ।
এমন তথ্য পেয়ে স্থানীয় সংবাদ কর্মীরা মাসুদ রানার কাছে সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি তেলে বেগুনে জ্বলে উঠেন। তিনি বলেন, এসব উত্তর সরকারকে দিবো। তিনি আরো বলেন তোমাদের চাঁদাবাজির মামলা দিবো।
আশরাফুলকে ধ্বংস করে দিবো। রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দিবো। এমন হুমকি দেন এই হুন্ডি ব্যবসায়ী, বীমা কর্মী অর্থ আত্মসাৎকারি মাসুদ রানা। এঘটনায় সাংবাদিক মহল তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। সেই সাথে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ বলেন, এমন ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আইন শৃঙ্খলা বাহিনী। এমনই আশ্বাস দেন তিনি।
কেকে/এআর