বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারর্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) জুম্মার নামাজ শেষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের খয়ের দারোগা পাড়া জামে মসজিদে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
মহিলা দলের কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথীর উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম রোকুনুজ্জামান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শামিমুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ ফ ম শাওনুল হক শাওনসহ আরো অনেকে।
কেকে/ এমএস