জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ এলাকায় জমি নিয়ে বিরোধে জরুনা বেগম (৫৩)নামে এক নারীকে পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঘটনায় নিহত নারীকে শুক্রবার (১৫ আগস্ট) সকালে তার নিজ বাড়িতে দাফন করা হয়েছে। নিহত নারী উপজেলার হবদেশ এলাকার মজিবুর রহমানের স্ত্রী। ঘটনাটি গেল জুলাই মাসের ৬ তারিখ দিবাগত রাতে ঘটেছে। ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে দুলাল মিয়াকে প্রধান আসামিসহ আরো ৭ জনকে বিবাদি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলা সুত্রে জানাযায়, গত জুলাই মাসের ৬ তারিখ দিবাগত রাতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মজিবুর রহমানের ছোট ভাই দুলাল মিয়ার সঙ্গে জমি নিয়ে প্রথমে ঝগড়া হয়। পরে দুলাল মিয়ার নেতৃত্বেদল বল নিয়ে মজিবুর রহমানের স্ত্রী জরুনা বেগমকে ওই রাতেই পেট্টোল দিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। পরবর্তীতে রোগীর অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার(১৪ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ফয়সাল মো.আতিক বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। পুলিশ প্রধান আসামি দুলাল মিয়াসহ তার ভাই আলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
দুলাল মিয়া দিগপাইত ইউনিয়ন বিএনপি'র উপদেষ্টা সদস্য ও আলাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদকের পদে দায়িত্বে রয়েছেন বলে জানান।
কেকে/এআর