৬ মাসের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানা আসামি নামড়ী স্কুল অ্যান্ড কলেজের (ভার.) প্রধান শিক্ষক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের গেটের সামন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত শিক্ষক নজরুল ইসলাম উজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী টাওয়ার পাড়া মৃত হাসমত আলী।
মামলা সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক এন্তাজুল হক অরসরে গেলে বিধি মোতাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার কাজী ভারপ্রাপ্ত প্রধান হিসাবে দায়িত্ব পান। কিন্তু নজরুল ইসলাম সহকারী শিক্ষক হয়ে জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব গ্রহণ করেন। বিধি বর্হিভূত হওয়ায় সহকারী শিক্ষক ভূপতি রঞ্জন রায় এর প্রতিবাদ করায়, ভূপতি রঞ্জন রায়কে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন। এর প্রতিবাদে ভূপতি রঞ্জন রায় সাময়িক বরখাস্তের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ে করেন। মামলা নং- অন্য- ২১/২০ইং। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মৌখিকভাবে পর পর দুইবার ৭কার্য দিবসের মধ্যে বেতন-ভাতা দেওয়ার নির্দেশ প্রদান করেন। কিন্ত বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করায় ১/২নং বিবাদীর বিরুদ্ধে কোর্ট নোটিশ প্রদান করেন। পরবর্তীতে শুনানি শেষে বিজ্ঞ আদালত ১০কার্য দিবসের মধ্যে আবারো লিখিত ভাবে বেতন-ভাতা দেওয়ার আদেশ প্রদান করেন। কিন্ত বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করায় বাদী ১/২নং বিবাদীর বিরুদ্ধে মিছ ভায়োলেন্স মামলা দায়ে করেন। মামলা নং- মিছ ভায়োলেন্স- ১৭/২১ইং। বিজ্ঞ আদালত শুনানী শেষে ১/২নং বিবাদীর বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, একটি বিদ্যালয়ে যখন প্রধান শিকক্ষকের পদ শুন্য হয় তখন প্রটোকলীভাবে ঐ বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক দায়িত্ব পালন করে থাকেন। তিনি স্থানীয়দের প্রভাব খাটিয়ে নিয়ম বহিরভিতভাবে কাহারো কোনো তোয়াক্কা না করে দির্ঘদিন থেকে প্রধান শিক্ষক (ভার.) দায়িত্ব পালন করে আসছে। প্রতিবাদ করলে নানা রকম হুমকী প্রদান করে থাকে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর আটকের খবর নিশ্চিত করে বলেন, আটক প্রধান শিক্ষককে বিকালে কোর্টে প্রেরন করা হয়েছে।
কেকে/ এমএস