নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত সিমেন্টবোঝাই ট্রাকের চালক ও হেলপারকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন—চালক নাজমুল ও হেলপার আলামিন, তারা রাজশাহীর বাগমারা উপজেলার দীপপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান , তিনটি ট্রাক একই সঙ্গে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। বড়াইগ্রামের মানিকপুর কলাবাগান এলাকায় পৌঁছালে একটি ফার্নিচারবোঝাই ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনের সিমেন্টবোঝাই ট্রাক ও আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় এতে দুটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, আহতদের প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, পরে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কেকে/এএস