ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নয়জন শিক্ষক সম্প্রতি পদোন্নতি লাভ করেছেন। এর মধ্যে তিনজন সহযোগী অধ্যাপক এবং ছয়জন সহকারী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের একাডেমিক যোগ্যতা, গবেষণা কার্যক্রম, শিক্ষাদানের মান ও প্রশাসনিক অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদোন্নতি প্রদান করা হয়েছে।
সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া শিক্ষকরা হলেন—ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের মোহাম্মদ রেজাউর রহমান, আইন বিভাগের শারমিন সুলতানা এবং ইংরেজি বিভাগের মো. আনিসুর রহমান।
সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া শিক্ষকরা হলেন—রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মেহেদী হাসান ও ফাহিম আহমেদ ইমন, ফার্মেসি বিভাগের মো. শাহিনুল ইসলাম দীপ্ত ও ফারহানা রহমান তৃষা, ইংরেজি বিভাগের অর্কো হালদার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মো. রাকিব হোসেন।
পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা জানিয়েছেন, এটি তাদের জন্য একটি অনুপ্রেরণা এবং দায়িত্ববোধ আরো বাড়িয়ে দেবে। তারা শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার সুযোগ প্রদানে আরো মনোযোগী হবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. জাহিদুল ইসলাম পদোন্নতি পাওয়া শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘শিক্ষকরা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাদের একাডেমিক উন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয় বরং পুরো প্রতিষ্ঠানের অগ্রগতির প্রতিফলন।’
কেকে/এএস