গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন ৮ জন যাত্রী। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের খলসি এলাকার মৌসুমি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ১৯ দিনের শিশু রাফি বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দারহাটা ইউনিয়নের দাড়িদহ গ্রামের পরাগ মিয়ার ছেলে, গোবিন্দগঞ্জ উপজেলার সাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৫৫) এবং রাজাহার ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে নুরুন্নবী সরকার (৫০)। পেশায় মহুরি নুরুন্নবীকে দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা।
গুরুতর আহতরা হলেন, অটোরিকশা চালক সজিব মিয়া, রুপালি বেগম ও জাকিয়া বেগম। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুসহ ১০ জন যাত্রী নিয়ে অটোরিকশাটি গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ করে পিছনের বাম চাকা খুলে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। ঠিক তখনই পিছন থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু রাফি ও জাহিদুল ইসলাম মারা যান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ‘হঠাৎ করে অটোরিকশার চাকা খুলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজন মারা যান, পরে নুরুন্নবী নামে আরো একজনের মৃত্যুর খবর পাই। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কেকে/ এমএস