জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা যুবলীগের সহসভাপতি সাজ্জাদুল করিম সোহাগকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদদের ভিক্তিতে পুলিশ পৌর শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সোহাগ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক প্যানেল মেয়র সাদেকুর রহমান সাদেকের ছেলে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/এএস