মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডস্থ সদাইপাতি ও এফ রহমান ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. শাহ ফয়জুর রহমান (রুবেল)-কে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্তরা হামলা করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৭ আগস্ট ) রাত ৮টায় আহত রুবেল মিয়ার চিৎকার শুনে স্থানীয় সিএনজি ড্রাইভাররা উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত সাড়ে ৯টার দিকে সিলেটে নেওয়ার পথে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।
নিহত মো. শাহ ফয়জুর রহমান (রুবেল) কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
শমসেরনগর সড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার দেখতে চাই।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় শহরের ব্যবসায়ীদের মাঝে শোক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টিন্তমূলক শাস্তির দাবি করছেন।
কেকে/ এএস