মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মিন্টু নায়েক ওরফে কৃষ্ণ, কিশোর হাজরা এবং বিকাশ হাজরা।
পুলিশ জানায়, বুধবার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার এসআই বাবলু কুমার পাল, এসআই মহিবুর রহমান ও এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আসামিদের গ্রেফতার করেন। গ্রেফতারের পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কেকে/এএস