নানা দুর্নীতি-অনিয়ম ও ঘুস বাণিজ্যের অভিযোগে আশুলিয়ার সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূইয়া পাভেলের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও সাধারণ জনতা। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে কলম বিরতিসহ নানা কর্মসূচি পালন করলেও সাব-রেজিস্ট্রার এখনো অপসারণ হয়নি বলে অভিযোগ করেন তারা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সিএন্ডবি-আশুলিয়া সড়কের আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি করেন তারা। এ সময় কপালে সাদা প্ল্যাকাড বেঁধে শত শত মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচিতে যোগদান করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাব-রেজিস্ট্রারের দুর্নীতি ও ঘুস বাণিজ্যের বিরুদ্ধে এর আগেও কয়েকবার বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। কলম বিরতি রয়েছে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও প্রদান করা হয়েছে। কিন্তু তিনি এখনো বহাল তবিয়তে এখানে রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কমনা করেন তারা।
আশুলিয়া সাব-রেজিস্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, সম্প্রতি আশুলিয়ার সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল যোগদান করার পর থেকে ঘুস অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন, টাকা ছাড়া তিনি কোনো জমি কেনা বেচার দলিলে স্বাক্ষর করেন না।
তাই ঘুসখোর এই সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছি। এতে করে দলিল লেখক কল্যাণ সমিতির আন্দোলনের কারণে সাব-রেজিস্ট্রি অফিসে অচলাবস্থা বিরাজ করছে। যার ফলে দলিল না হওয়ায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি পদত্যাগ না করলে আবারো রাস্তা অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
এ ব্যাপারে আশুলিয়া সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কেকে/ এএস