রাতভর ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে স্টারশিপ এলাকায় একটি সেতু ভেঙে গেছে। এতে ওই সড়কের একপাশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
বুধবার (৬ আগস্ট) ভোরে পানির স্রোতে সেতুটি ভেঙে যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, বর্তমানে সড়কের একপাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লালফিতা দিয়ে বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে।
যান চলাচলে ধীরগতির কারণে অক্সিজেন মোড়ের দুই নম্বর গেট সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী শাটল ও নাজিরহাট রুটে ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে।
আমবাগান আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) নগরীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পতেঙ্গা আবহাওয়া অফিসে রেকর্ড করা হয় ৩২ মিলিমিটার বৃষ্টি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন পতেঙ্গা আবহওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম জানান, সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালন করছে।
চট্টগ্রামে ভারী বর্ষণের ফলে নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকেই অফিস ও স্কুলগামীদের বিপাকে পড়তে দেখা যায়। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের পরিমাণ কম থাকায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককে।
কেকে/এআর