নীলফামারী জেলা বিএনপির বিজয় মিছিল। ছবি : প্রতিনিধি
নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে বিজয় মিছিল ও শোভাযাত্রা করেছে জেলা বিএনপি।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের ডিসির মোড় থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ধরে গাছবাড়ি এলাকার শহিদ রুবেল চত্বরে পৌঁছে সমাপ্ত হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
এর আগে, ডিসির মোড়ে অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। প্রধান অতিথির বক্তৃতা দেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু, সদস্য সচিব এইচএম সাইফুল্লাহ রুবেল, সদস্য আবু মোহাম্মদ সোয়েম, মো. সৈয়দ আলী, মো. শেফাউল জাহঙ্গীর, মো. মোক্তার হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মগনী মাসুদুল আলম দুলাল প্রমুখ।
জেলা বিএনপির শোভাযাত্রায় মানুষের ঢল
সমাবেশে বক্তারা বলেন,‘ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে এটি একটি অবিস্মরনীয় দিন হয়ে থাকবে। গত বছরের ৫ আগস্ট সহস্রধিক শহিদ ও আহতদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট ও খুনি হাসিনার পলায়নের মধ্য দিয়ে প্রায় দেড় দশকের দুঃশাসন ও ফ্যাসিবাদের যাতাকল থেকে মুক্তি পেয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ’।
এসময় গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান বক্তারা।
কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।