সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৭:৪৯ পিএম

ফাইল ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মনজিল হক (৫৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনজিল হক ওই গ্রামের মৃত মোহাব্বত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনজিল হকের সঙ্গে একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আবু বক্করের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বিরোধপূর্ণ জমির এক পাশে সম্প্রতি মনজিল হক মাটি ভরাট করেন। বুধবার সকালে আবু বক্করের লোকজন সেই মাটি সরাতে গেলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের হামলায় মনজিল হক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং পরে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কেকে/ এমএস