র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩-এর পৃথক দুটি অভিযানে মোট ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এ সময় ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
র্যাব সূত্র জানায়, বুধবার (৬ আগস্ট) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর জেলার কাহারোল থানার সুন্দরপুর ইউনিয়নের দশ মাইল শ্যামা কালী মন্দিরের সামনে অভিযান চালায়।
এ সময় দুই মাদক কারবারি আব্দুল মজিদ (২৮) ও আসাদুজ্জামান রিপন (২৯)-এর দেহ তল্লাশিতে পাঁচটি এয়ারটাইট পলিজিপার প্যাকে রাখা ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা দুজনেই চিরিরবন্দর থানার বাসিন্দা।
অপরদিকে, একই দিন রাত ২টা ৫০ মিনিটের দিকে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর-এর একটি টিম লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কদমা এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় তিন মাদক ব্যবসায়ী পারভেজ রহমান (২২), পিযুষ চন্দ্র রায় (২৫) এবং সাধন চন্দ্র রায় (২৩)-কে গ্রেফতার করা হয়। তারা সবাই হাতিবান্ধা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের ব্যবহৃত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১৩ জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএস