সংসদ নির্বাচন ও দলীয় মনোনয়নকে সামনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বিজয় র্যালিটি বের হয়ে সরকারি ডিগ্রি কলেজ ও চকবাজার পদক্ষিণ করে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়। রং ছিটিয়ে,বাদ্য বাজিয়ে, কেউ কেউ নেচে গেয়ে আনন্দ মিছিলে অংশ নিতে দেখা যায়।
উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের বিজয় মিছিলে অংশ নিতে দেখা যায়। বিশেষ করে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ছালে মুছা। আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহআইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকড়ি সেলিম, যুবদলের আহ্বায়ক হারুন আকাশ, সহসম্পাদক রুস্তম আলী, মহিলা দলের সভাপতি তানিয়া আক্তার,সাধারণ সম্পাদক বিউটি আক্তার প্রমুখ।
বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী কৃষিবিদ পলাশ বলেন, জুলাই গণঅভ্যুত্থান শহিদদের আত্মত্যাগের কারণে নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আগামীর বাঞ্ছারামপুর হবে ধানের শীষের বাঞ্ছারামপুর। বিএনপির এই ঘাঁটিতে অন্য কারো ঠাঁই নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি ধানের শীষের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা নেই।
কেকে/এএস