গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদের নিচে প্রদর্শিত স্থিরচিত্র অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
রক্তস্নাত সেই দিনের বীর শহিদদের অবদান স্মরণে আয়োজিত এই প্রদর্শনীতে উঠে এসেছে প্রতিরোধ, ত্যাগ ও বিজয় ইতিহাসের নিখুঁত চিত্রায়ন। স্থিরচিত্রে স্থান পেয়েছে জুলাই বিপ্লবে শহিদদের সাহসী ছবি, আহতদের নির্মম নির্যাতনের বীভৎস চিত্র। ছাত্র-জনতার এ আন্দোলনে গাকৃবি উপাচার্যের সক্রিয় অংশগ্রহণে অদম্য প্রতিবাদী চেতনার স্থিরচিত্রের উপস্থিতি ছিল বেশ উৎসাহব্যঞ্জক।
জুলাই আন্দোলনে গাকৃবির শিক্ষার্থীদের অনবদ্য ভূমিকাসহ স্থান পেয়েছে প্রবাসী বাংলাদেশিদের তেজদীপ্ত ভূমিকার চিত্রও।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই স্থিরচিত্রগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের অস্তিত্ব, চেতনা ও অদম্য সাহসের প্রতিচ্ছবি।
গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগ জাতিকে সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা যুগিয়েছে।
এ সময় উপাচার্য দলমত নির্বিশেষে একতাবদ্ধ থেকে যেকোনো অপতৎপরতাকে রুখে দেয়ার আহ্বান জানান। আলোচকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থিরচিত্র প্রদর্শনী উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর মো নাসিমুল বারী। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, রেজিস্ট্রার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ অনেকেই। বিশ্ববিদ্যালয়ের যানবাহন শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়া উদ্দীন কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ট্রেজারার।
বক্তব্যে ট্রেজারার শহিদদের আত্মত্যাগের চেতনা হৃদয়ে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত করার আহ্বান জানান। প্রদর্শনীর সভাপতির বক্তব্যের সমাপ্তিতে উপাচার্য মহোদয়সহ অতিথিবৃন্দ স্থিরচিত্র ঘুরে দেখেন এবং প্রদর্শিত প্রতিটি চিত্রকর্মের শিল্পমান ও ঐতিহাসিক তাৎপর্যের প্রশংসা করেন। এই আয়োজনে শুধু অতীতের স্মৃতি সংরক্ষিত হয়নি, বরং তা আগামী দিনের প্রত্যয়ে পরিণত হয়েছে, একটি সচেতন, সাহসী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার মশাল হাতে তুলে নেওয়ার অঙ্গীকারে।
কেকে/এএস