কুড়িগ্রামের রৌমারী উপজেলার ছয় ইউনিয়নের ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের নিয়োগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা হলরুমে এ ডিলারশিপ নির্বাচিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদারের সভাপতিত্বে প্রাথমিক যাচাই-বাছাই শেষে সকল আবেদনকারীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, ২৭৫ টি আবেদনের মধ্য থেকে লটারির মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে ৪১ টি ও ৩৭টি ওএমএস ডিলার আবেদনের মধ্য থেকে লটারিতে প্রাথমিক নির্বাচিত হয়েছে ৩টি।
তিনি আরো বলেন, লটারির মাধ্যমে ডিলার নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে ডিলার প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এতে সকলের সহযোগিতায় এ ডিলার নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু হাসনাত মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাসুদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা জামায়াতের আমীর হায়দার আলী ও সাবেক আমীর মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ আবেদনকারীগণ।
কেকে/ এমএস