‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে সমাপ্তি হলো বৃক্ষরোপন ও বৃক্ষমেলা ২০২৫।
বুধবার (৩০ জুলাই) বিকালে জেলা প্রশাসকের প্রাঙ্গনে জেলা প্রশাসন ও বান্দরবান বন বিভাগ আয়োজিত এ মেলার সমাপ্তি ঘটে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় বিভাগীয় বন কর্মকর্তা (পাল্পউড প্ল্যান্টেশন) মো.তহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.আবদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের বান্দরবান কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ এম.এম.শাহ নেয়াজ।
এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো.আসিফ রায়হান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, বৃক্ষ আমাদের নানাভাবে উপকার করে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন বৃক্ষ ফল দেয়ার পাশাপাশি তার কাঠ দিয়ে আমাদের বিভিন্ন আসবাবপত্র তৈরিতে সহায়তা করে। সব চাইতে গুরুত্বপূর্ণ এই বৃক্ষ আমাদের অক্সিজেন প্রদান করে আর বিভিন্ন বৃক্ষের যে ওষদি গুন রয়েছে তার মাধ্যমে আমরা বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্ত হচ্ছি।
তিনি আরো বলেন, বান্দরবান পার্বত্য জেলায় প্রচুর বৃক্ষ রয়েছে আর আগামী প্রজন্মের সুস্থ জীবনধারণের জন্য আমরা আরো অধিক বৃক্ষরোপন করে যাব। এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রত্যেককে তার সামর্থ্য অনুযায়ী আরো অধিক বৃক্ষরোপনের জন্য আহ্বান জানান।
সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় বন কর্মকর্তা (পাল্পউড প্ল্যান্টেশন) মো.তহিদুল ইসলাম উপস্থিত সকলের প্রতি এমন আয়োজনে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বনায়নের কোনো বিকল্প নেই।
সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃক্ষরোপণ উপলক্ষ্যে আয়োজিত কুইজ ও চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগী এবং মেলায় অংশ নেয়া বিজয়ী বিভিন্ন স্টলকে পুরস্কার হিসেবে বই, সনদপত্র, ক্রেস্ট এবং গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক ও অতিথিরা।
কেকে/ এমএস