শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      
দেশজুড়ে
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে সমাপ্তি হলো সপ্তাহব্যাপী বৃক্ষমেলা
কৌশিক দাশ ,বান্দরবান
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১১:০৩ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে সমাপ্তি হলো বৃক্ষরোপন ও বৃক্ষমেলা ২০২৫।

বুধবার (৩০ জুলাই) বিকালে জেলা প্রশাসকের প্রাঙ্গনে জেলা প্রশাসন ও বান্দরবান বন বিভাগ আয়োজিত এ মেলার সমাপ্তি ঘটে। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এসময় বিভাগীয় বন কর্মকর্তা (পাল্পউড প্ল্যান্টেশন) মো.তহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.আবদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের বান্দরবান কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ এম.এম.শাহ নেয়াজ।

এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো.আসিফ রায়হান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, বৃক্ষ আমাদের নানাভাবে উপকার করে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন বৃক্ষ ফল দেয়ার পাশাপাশি তার কাঠ দিয়ে আমাদের বিভিন্ন আসবাবপত্র তৈরিতে সহায়তা করে। সব চাইতে গুরুত্বপূর্ণ এই বৃক্ষ আমাদের অক্সিজেন প্রদান করে আর বিভিন্ন বৃক্ষের যে ওষদি গুন রয়েছে তার মাধ্যমে আমরা বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্ত হচ্ছি। 

তিনি আরো বলেন, বান্দরবান পার্বত্য জেলায় প্রচুর বৃক্ষ রয়েছে আর আগামী প্রজন্মের সুস্থ জীবনধারণের জন্য আমরা আরো অধিক বৃক্ষরোপন করে যাব। এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রত্যেককে তার সামর্থ্য অনুযায়ী আরো অধিক বৃক্ষরোপনের জন্য আহ্বান জানান।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় বন কর্মকর্তা (পাল্পউড প্ল্যান্টেশন) মো.তহিদুল ইসলাম উপস্থিত সকলের প্রতি এমন আয়োজনে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বনায়নের কোনো বিকল্প নেই।

সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃক্ষরোপণ উপলক্ষ্যে আয়োজিত কুইজ ও চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগী এবং মেলায় অংশ নেয়া বিজয়ী বিভিন্ন স্টলকে পুরস্কার হিসেবে বই, সনদপত্র, ক্রেস্ট এবং গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক ও অতিথিরা।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বর্ণাঢ্য আয়োজন   বৃক্ষমেলা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র
বৈরী আবহাওয়ায় মাছ শিকারে যেতে পারছে না জেলেরা
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন
শালিখায় বাড়ছে পাটকাঠির কদর

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন
একমণ চালের দামেও মিলছে না এক কেজি ইলিশ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close