কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ২১ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
বুধবার (৩০জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সুগন্ধা মিলনায়তনে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (পিবিজিএসআই) এসইডিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক চকরিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার শিক্ষা সহায়তা ট্রাস্ট, সমন্বিত উপবৃত্তি কর্মসূচী উপপরিচালক প্রফেসর শ.ম সাইফুল আলম, চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, চকরিয়া প্রেসক্লাব সভাপতি এ এম ওমর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার রতন বিশ্বাস, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম রুকন উদ্দিন প্রমুখ।
কেকে/ এমএস