মাগুরা জেলার শ্রেষ্ঠ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে মনোনীত হয়েছেন মহম্মদপুর থানার সাবেক ও বর্তমানে মাগুরা সদর থানায় কর্মরত এসআই মো. হাফিজুর রহমান।
গত জুন ২০২৫ মাসের পারফরম্যান্স মূল্যায়নে তাকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ঘোষণা করা হয়। অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মামলা তদন্ত নিষ্পত্তিসহ সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ স্বীকৃতি পান তিনি।
মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ এসআই হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মীনা মাহমুদা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিরাজুল ইসলাম এবং মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী।
এসআই হাফিজুর রহমান তার এ অর্জনকে পুলিশ বিভাগের সকল সদস্যের সহযোগিতার ফসল বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কেকে/ এমএস