জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নীচ তলায় এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঘুরে দেখেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ও জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলায় সন্তোষ প্রকাশ করে অংশগ্রহণকারী প্রতিযোগিদের প্রশংসা করেন।
অনেক শিশু-কিশোরের অংশগ্রহণ ও চমৎকার অঙ্কন করায় নির্ধারিত পুরস্কারের সংখ্যা আরো বাড়িয়ে দিতে উপাচার্য সংশ্লিষ্ট কমিটিকে আহ্বান জানান। অত্যন্ত সফলভাবে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট কমিটির সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীসহ আশে পাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
চারটি বিভাগে প্লে গ্রুপ হতে দশম শ্রেণি পর্যন্ত মোট প্রায় ২০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ক. বিভাগে প্লে গ্রুপ হতে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত সবার আগে ‘বাংলাদেশ বিষয়ে’;
খ. বিভাগে তৃতীয় শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘শিশুর চেতনায় জুলাই বিপ্লব’ বিষয়ে;
গ. বিভাগে ষষ্ঠ শ্রেণি হতে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘ফিরে দেখা ৩৬ জুলাই’ বিষয়ে এবং
ঘ. বিভাগে নবম শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত ‘সমতল থেকে পাহাড়, স্বাধীনতা সবার’ বিষয়ে অঙ্কন করতে দেওয়া হয়।
এই প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ৫ আগস্ট-২০২৫ তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ প্রমুখ।
কেকে/ এমএস