ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছিনতাইকারীদের হামলায় মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল ওই গ্রামের মৃত আব্দুল মুমিনের ছেলে। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারে মুদি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথে নন্দিপাড়া সড়কের পাশে ওঁত পেতে থাকা ৪-৫ জন ছিনতাইকারী তার গতিরোধ করে।
এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সঙ্গে থাকা নগদ টাকা ও মালামাল লুটে নেয়। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক না থাকায় দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, মোস্তফা কামাল পূর্বেও একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছেন। নিরাপত্তাহীনতায় ভুগছিল তার পরিবার।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম