টাঙ্গাইলের সখীপুরে সাধারণ মানুষের জন্য ভূমিসংক্রান্ত সেবা আরো সহজ করতে চালু হয়েছে ভূমিসেবা সহায়তা কেন্দ্র।
বুধবার (৩০ জুলাই) সকালে সখীপুর সরকারি কলেজ গেটে এ কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা।
জানা যায়, ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ানসংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবাগ্রহণ করতে পারবেন। বিশেষ করে যেসব মানুষ তথ্য-প্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য এ সেবা হবে বিশেষ সহায়তা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী জানান, এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমিসংক্রান্ত সেবা আরো সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে।
সেবা সহায়তা প্রতিষ্ঠান সিকদার কম্পিউটারসের পরিচালক পারভীন আক্তার জানান এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। আমরা সেবাগ্রহীতাদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করব।
কেকে/এএস