যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫২ একটি ফ্লাইট শারজাহ থেকে ঢাকামুখী যাত্রীরা প্রায় ৪ ঘণ্টা ধরে বিমানের ভিতরেই আটকে আছেন। যান্ত্রিক ত্রুটি সমাধান করে দুই দফা ঢাকার উদ্দেশ্যে বিমানটি উড্ডয়ন এর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) শারজাহ থেকে স্থানীয় সময় রাত ১টা১৫ মিনিটে উড্ডয়ন করার সময় পেরিয়ে ১ ঘণ্টা বিলম্বে ২টা ১৫ মিনিটে ১ম দফা বিমান উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়েতে যায়। রানওয়েতে গিয়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট রানওয়ে থেকে বিমানকে ফিরিয়ে নিয়ে আসেন। ২য় দফায় রাত ৪টায় আবারো উড্ডয়নের চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরে আসে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮৩এন মডেলের ওই উড়োজাহাজটি মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে শারজাহ থেকে ৫ ঘণ্টা ১৫ মিনিট উড়ে বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
বিমানের এ ফ্লাইট শারজাহে অবতরণ করেছিল রাত ১২টা ১০ মিনিটে। সেখান থেকে ফিরতি ফ্লাইটে রওনা দেওয়ার কথা ছিল বুধবার রাত ১টা ১৫ মিনিটে। শেষ খবর অবধি, শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি ‘গ্রাউন্ডেড" হয়ে আছে। যান্ত্রিক ত্রুটির সমাধান হলে আবারো উড্ডয়নের চেষ্টা করবেন পাইলট।
ফ্লাইটে থাকা ঢাকার এক প্রবাসী জানান, মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে তাদের মূল ফ্লাইটটি ছিল। তারা বোর্ডিং পাস পেয়ে সময়মতই উড়োজাহাজে ওঠে বসে ছিলেন। সাময়িক কারণে প্রথমে বিমানের ফ্লাইটটি এক ঘণ্টা বিলম্ব হয়। এক ঘণ্টা রাত ২টা ২০ মিনিটে উড্ডয়নের উদ্দেশ্যে রানওয়েতে গেলেও উড্ডয়ন না করেই ফিরে আসে। ২ ঘণ্টা পর রাত ৪টায় আবারো উড্ডয়নের চেষ্টা করেও ব্যর্থ হয়ে রানওয়ে থেকে আবারো ফিরে আসে।
বিমানে থাকা সিলেট প্রবাসী রহিম উদ্দিন জানান, বিমানের টিকেট করতে গেলে সিট নেই, টাকা বেশী চাওয়া হয়। কিন্তু ফ্লাইটের ভিতর পুরো বিমান ফাঁকা। বিমানের বাজে সার্ভিসের কারণেই এমন দুর্দশা।
বিমানের মধ্যে সব মিলিয়ে ১০০ এর কম যাত্রী আছেন বলে নিশ্চিত করেছেন। দীর্ঘ ৪ ঘণ্টা ধরে বিমানের ভিতরে থাকা যাত্রীরা দুর্ভোগের মধ্যে আটকা পড়েছেন।
উল্লেখ্য, গত ১৭ই জুলাই ২৭৫ জন যাত্রী নিয়ে দুবাই থেকে চট্টগ্রামগামী বিজি-১৪৮ বিমানের ফ্লাইট ৩০ ঘণ্টা দুবাই বিমানবন্দরে আটকে ছিল৷
কেকে/এআর