সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
খেত খামার
ধানের দাম আকাশছোঁয়া
রাজশাহীতে প্রান্তিক চাষিদের মুনাফা খাচ্ছে মধ্যস্বত্বভোগীরা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৯:০৩ পিএম

রাজশাহীর তানোরে প্রান্তিক কৃষকদের কষ্টার্জিত ফসলের মুনাফা লুটছে এক শ্রেণির মধ্যস্বত্বভোগী ফড়িয়া। কারণ ফসল ওঠানোর সময় তারা সিন্ডিকেট করে ধান-গম কেনা বন্ধ করে দেয়। কিন্তু কৃষকেরা তো ধান-গম দীর্ঘ সময় মজুদ রাখতে পারে না। দায়-দেনা পরিশোধের জন্য ধান বিক্রি করতে বাধ্য হয়। তখন তারা কমদামে ধান কিনে মজুদ ও কৃত্রিম সংকট দেখিয়ে দ্বিগুণ দামে বিক্রি করে।

সাধারণত কৃষকদের ঘরে যখন ধান থাকে না, তখন ধানের দাম বেশ চড়া হয়ে যায়। এর কারণ হলো যখন ধান কাটার মৌসুম শেষ হয়ে যায়। তখন বাজারে ধানের সরবরাহ কমে যায়। ফলে, চাহিদা ও জোগানের নিয়ম অনুযায়ী ধানের দাম বেড়ে যায়। 

এ ছাড়া মধ্যস্বত্বভোগী ফড়িয়া ও বড় বড় মহাজনরা ওই সময় ধান ক্রয় করে গুদামে মজুদ রাখে। এরপর বেশি দামে বিক্রি করে যা বাজারে ধানের দাম আরো বাড়িয়ে দেয়। এবার ধানের দাম যেন আকাশছোঁয়া। ধানের এত দাম এর আগে আর কেউ দেখেনি। গত সপ্তাহে বিভিন্ন হাটবাজার ও মোকামে জিরা (চিকন) ধান বিক্রি হয়েছে সর্বোচ্চ ১৭৫০ টাকা দামে। বর্তমানে ১৬০০ টাকা থেকে ১৬৫০ টাকা মন দামে ধান বিক্রি হচ্ছে।

এদিকে, ধানের দাম অবশেষে বাড়ল, কিন্তু কৃষকের ঘরে এখন নেই ধান। জানা যায়, চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটা মাড়াইয়ের শুরুতে সব ধান ক্রয় করেন মহাজনরা। ধানের দাম বাড়ায় এখন তাদের পোয়াবারো।

ধান ও চাল ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানান, তাদের ব্যবসায়িক জীবনে ধানের এত দাম কখনও দেখেননি। কথা হয় উপজেলার ধান ব্যবসায়ী মতির সঙ্গে। দীর্ঘ প্রায় দুই দশক ধরে ধানের ব্যবসা করে আসছেন তিনি। ধান কিনে তা শুকিয়ে মজুদ করে রেখে পরে সরকারি গুদাম বা বাজারে বিক্রি করাই তার প্রধান বাবসা।

ধানের দাম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ধানের এত দাম জীবনে প্রথম দেখলাম। এবারই প্রথম এক মণ জিরাশাইল ধান ১৭৫০ টাকায় বিক্রি হয়েছে। 

তিনি আরো বলেন, একই ধান এক বছর আগে কেনা হয় সর্বোচ্চ ১২০০ টাকায়। এবার এক মণ জিরাশাইল ধান গড়ে ১৬০০ থেকে ১৬৫০ টাকায় কিনতে হয়েছে।

এলাকার কৃষক কামরুল ধানের দাম প্রসঙ্গে বলেন, অন্যান্য বছরে ধানের দাম কম পাওয়ায় এবার ধানের আবাদ কম করেছি। লোকসান করে কী আবাদ করা যায় ? অন্যান্য বছরের তুলনায় এবার ধানের উৎপাদন কম, কিন্তু দাম বেশ চড়া। আগামী বছর কৃষকরা ভালো দামের আশায় ফের যখন উৎপাদন বাড়াবেন। ঠিক তখনই উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমবে। আসলে কৃষক কখনও তার কষ্টার্জিত ফসলের ভালো দাম পান না। মধ্যস্বত্বভোগী ফড়িয়ারা খেয়ে যায়। 

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারিভাবে ধান সংগ্রহের জন্য যে প্রক্রিয়া প্রয়োজন তাতে কৃষকের কোনো লাভ হয় না। কারণ সরকারি গুদামে ধান দিতে হলে যে গ্রেডে ধান শুকাতে হয় সেটা অনেক কৃষকের জানা নেই। 

এ ছাড়াও সরকারি ধান ক্রয়ের প্রক্রিয়া ধীরগতি হওয়ায় অনেক কৃষক সে সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন না। কারণ নতুন ধান বাড়িতে আসার সঙ্গে সঙ্গে পাওনাদারদের চাপ। ফলে কম দামেই বাজারে ধান বিক্রি করতে বাধ্য হয় কৃষকরা। আর এ সুযোগ নেন মধ্যস্বত্বভোগী ফড়িয়ারা। তারা কম দামে ধান কিনে গ্রেড অনুযায়ী তা পরিচর্যা করে গুদামে সংরক্ষণ করেন। পরে সুযোগ বুঝে বেশি দামে সরকারি গুদামে সরবরাহ করেন। অর্থাৎ মধ্যস্বত্বভোগী, ফড়িয়া ও বড় বড় মহাজনের লাভের পাল্লা সব সময় ভারি থাকে। 

চলতি মৌসুমে উপজেলায় ১৩ হাজার ৩৮৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছিল। আলু তোলার পর পুরো জমিতেই টি-আমণ ধান চাষ করেছেন কৃষকরা। টি-আমণের ভেজা ধান এক বস্তা (দুই মণ) বিক্রি হয়েছে ১৪০০ টাকা থেকে ১৬০০ টাকায়। অথচ শুকানোর পর সেই ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১৩৫০ টাকা ১৪০০ টাকায়। তবে সেই ধান এখন কৃষকের ঘরে নাই, আছে মধ্যস্বত্বভোগী ফড়িয়াদের ঘরে।

তানোর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুভাষ কুমার মন্ডল জানান, তানোরে চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪ হাজার ২০০ হেক্টর, কিন্তু চাষাবাদ হয়েছিল ১৪ হাজার ১৩০ হেক্টর, ৭০ হেক্টর জমিতে বোরো চাষ হয়নি।

এদিকে, উপজেলায় ২০২৫ সালের অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে ৪৯ টাকা কেজি দরে অটো ও হাস্কিং মিল থেকে ৬২০ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজি দরে এক হাজার ৭২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close