‘বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীরই শুধু নয়, যোগাযোগ থাকতে হয় অভিভাবকদেরও’—এমন কথা বলেছেন সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোসা. রোকেয়া আক্তার।
সোমবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই মতবিনিময় আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোসা. রোকেয়া আক্তার।
মুখ্য আলোচক ছিলেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য নুরুজ্জামান স্বপনসহ সহকারি শিক্ষকমন্ডলী।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোসা. রোকেয়া আক্তার বলেছেন, বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীরই শুধু নয়, যোগাযোগ থাকতে হয় অভিভাবকদেরও। শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে তৈরির প্রয়োজনে মা-বাবাকে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ভালো ফলাফল অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে সন্তানদের রাষ্ট্র ও বিশ্বকে উপহার দেওয়ার জন্যে অনুরোধ জানান।
এসময় তিনি প্রতিটা শিক্ষার্থীদের ৭৫ শতাংস ক্লাসে উপস্থিত থাকার কথা বলেন। শিক্ষার্থীদের হাতে মোবাইল দিতে নিষেধ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকরা যেন খেয়াল রাখে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কীভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।
কেকে/এজে