রংপুরের গঙ্গাচড়ায় ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে রঞ্জন রায় (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রঞ্জন ওই গ্রামের শ্রী সুজন চন্দ্রের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ জানা সূত্রে গেছে, রঞ্জন রায় তার ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য পোস্ট করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ অভিযান চালিয়ে রঞ্জনকে গ্রেফতার করে। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেকে/এএস