শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      
প্রিয় ক্যাম্পাস
বেরোবিতে "স্বাধীন বাংলা" বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
বেরোবি প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৯:৩১ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের (বিআরইউডিএফ) আয়োজনে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের "স্বাধীন বাংলা" বিতর্ক উৎসবের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২০ নভেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন স্কুল, কলেজ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ, মার্কেটিং বিভাগেরk সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম, বাংলা বিভাগের প্রভাষক মোঃ খাইরুল ইসলাম পলাশ, এমআউএস বিভাগের প্রভাষক রাকিবুল ইসলাম ভূঁইয়া, বেগম রোকেয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল এবং কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আশরাউল হক । এ ছাড়াও ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।


বির্তক প্রতিযোগীতায় চূড়ান্ত পর্বে আন্তঃবিভাগের ফাইনালে লোকপ্রশাসন বিভাগকে একটি শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগকে পরাজিত করে জয় অর্জন করেন। আন্তঃকলেজ প্রতিযোগিতায় RCCI পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে রংপুর সরকারি কলেজ ।


আন্তঃস্কুল প্রতিযোগিতায়, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হারিয়ল চ্যাম্পিয়ন হয়েছেনরংপুরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।


 অনুষ্ঠানে বিজয়ী দল ও রানারআপ দলের বিতার্কিকদের মাঝে পুরস্কার এবং সনদপত্র (সার্টিফিকেট) তুলে দেন উপস্থিত অতিথিরা। বিজয়ী দলের জন্য বিশেষ ট্রফি এবং সার্টিফিকেটের পাশাপাশি অংশগ্রহণকারী দলের জন্যও সার্টিফিকেট প্রদান করা হয়।


বিজয়ীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, "অক্টোবরের পর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। উত্তরবঙ্গের বাতিঘর এই বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হতে পারে এই বিতর্ক সংগঠনের আয়োজন। এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এ ধরনের আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এর জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। বিআরইউডিএফ-এর জন্য রইল আন্তরিক শুভকামনা।"


বিআরইউডিএফ-এর বিদায়ী সভাপতি ইসরাত জাহান টুম্পা বলেন, প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত স্কুল কলেজসহ অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বিআরইউডিএফ এর এরকম আয়োজন অব্যাহত থাকবে। নতুন কমিটির হাত ধরে এগিয়ে যাবে বিআরইউডিএফ। এই ক্লাবের সাথে দীর্ঘ ৫ বছরের পথচলা আমার।আজ সাবেক হওয়ার মুহুর্তে আমার  জন্য স্বস্তির বিষয় এটাই যে খুবই এক্টিভ একটি কমিটির হাতে বিআরইউডিএফ এর দ্বায়িত্ব হস্তান্তর করে দিচ্ছি।নতুন কমিটির জন্য শুভকামনা"


"স্বাধীন বাংলা" বিতর্ক প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত দিয়েছেন অংশগ্রহণকারী ও অতিথিরা। বিজয়ী দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে এমন আয়োজন আরও বড় পরিসরে করার আহ্বান জানানো হয়।


কেকে/এইচএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পাংশায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৪
ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে ডিআইইউতে সেমিনার
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
বিএনপি ক্ষমতার রাজনীতি করে না: চন্দন

সর্বাধিক পঠিত

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র
শালিখায় বাড়ছে পাটকাঠির কদর

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close