চট্টগ্রামের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইসহ ৩ বাইক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় উপজেলার আরকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাইক আরোহী ৩ জনের মধ্যে ২ জন ঘটনাস্থলে মারা যান এবং আহত অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
নিহতরা হলেন, সাতকানিয়ার বারদোনা এলাকার মৌলভী পাড়ার সিদ্দিক আহমদ’র পুত্র মো. মামুন (৩০) ও হুমায়ূন। তৃতীয়জন হলেন সাতকানিয়া উপজেলার করাইয়ানগর এলাকার মনির হোসেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মালামালভর্তি কক্সবাজার অভিমুখী একটি ট্রাক দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছে। ওই সময় ঘটনাস্থলে চট্টগ্রাম অভিমুখী একটি সিএনজি টেক্সির সাথে একই দিক থেকে আসা একটি মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলটি ৩ জন আরোহীসহ ছিটকে পড়ে ট্রাকের নিচে গিয়ে পিছনের চাকায় পৃষ্ঠ হয়। ফলে ঘটনাস্থলে ২ জন মারা যান এবং আহত অপর জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান।
পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এসএম সাদিকুল আলম জানান, দুর্ঘটনা কবলিত ৩ জনই স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই মারা গেছেন। বর্তমানে ৩ জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ আজাদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনে তিনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহগুলো উদ্ধার করে পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া ক্যাম্পের সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করেন।
দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার খবর শুনে তিনি দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ও মোটর সাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যান এবং মরদেহগুলোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।
কেকে/ এমএস