চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর এলাকায় মো. ওসমান গনি নামে ২৭ বছরের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেটস্থ রফিকের মালিকানাধীন কটেজ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওসমান গনি ফতেপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলম ফকির বাড়ির মো. সোলায়মানের মেজো ছেলে। তবে কী কারণে এ মৃত্যু পরিবারের কেউ জানে না বলে জানালেও জনসূত্রে জানা গেছে মেয়েসংক্রান্ত বিষয়ের জেরে মৃত্যুর কারণ হতে পারে।
সরেজমিনে নিহতের বাড়িতে নিহতের ছোট ভাই রায়হান জানান, কয়েক বছর আগে প্রবাস ফেরত ওসমান পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ির কয়েকশ গজ দূরে একটি কটেজে ভাড়ায় থাকে। মাঝে মাঝে বাড়িতে এলেও মায়ের সঙ্গে দেখা করে কখনো হাত খরচ দিয়ে চলে যেত।
সকাল সাড়ে ৬টার দিকে নিজ রুমে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে নিয়ে যান।
মৃত্যুর কারণ জানতে চাইলে কোনো উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। জানতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করলেও মিডিয়ার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তারা। এদিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের রুম তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় কটেজের অন্যান্য রুমেও তালাবদ্ধ ছিল।
তবে নাম প্রকাশে অনেকেই বলেন প্রেমঘটিত বিষয়ে ওই যুবক মারা গেছে বলে ধারণা তাদের। সুষ্ঠু তদন্ত করলে এর সঠিক কারণ বেরিয়ে আসবে।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আবু কাওসার মাহমুদ হোসেন সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
কেকে/এএস