বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালি ‘ডেঞ্জার হিল রিসোর্টে’র এক কটেজ থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আনোয়ার হোসেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবু তাহেরের ছেলে।
বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় লামার মিরিঞ্জা ভ্যালি ‘ডেঞ্জার হিল রিসোর্ট’-এর ১২নম্বর কটেজ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আনোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটক আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে লামা রিসোর্টে যায়, গত দুদিন সে রিসোর্টে অবস্থান করে। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মো. রিফাত নাস্তা দিতে গিয়ে কটেজের দরজা বন্ধ দেখতে পায়, পরে তারা বেড়ার ফাঁকে কটেজের রুমে উঁকি দিলে একটি ঝুলন্ত লাশ দেখতে পায় এবং ম্যানেজারকে অবহিত করলে পুলিশকে বিষয়টি জানানো হয়।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে লামা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ঘটনার সংবাদ শুনে আমরা কটেজে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় একজনের লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে তবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বিস্তারিত পরে জানা যাবে।
কেকে/এএস