শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক      
খোলাকাগজ স্পেশাল
মর্মান্তিক দুর্ঘটনা নিয়েও আ.লীগের গুজব
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:৩২ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুও মিছিলে দেশব্যাপী উদ্বেগের সৃষ্টি হয়েছে। এমন মর্মান্তিক ঘটনা নাড়া দিয়েছে সারা দেশকে। সবাই এ দুর্ঘটনায় শোক প্রকাশ করছেন। এ মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে পতিত আওয়ামী লীগ। 

এ নিয়ে সামাজিক মাধ্যমে তারা ছড়িয়ে দিচ্ছে অপতথ্যের নানা ছবি ও ভিডিও। বিভিন্ন ফটো কার্ড তৈরি করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে এসব গুজব ও অপতথ্যে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তা ছাড়া আওয়ামী লীগের দুষ্টচক্র বিমান দুর্ঘটনার ঘটনায় সুযোগ নেওয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। এদিকে এ দুর্ঘটনা ঘিরে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অনুপ্রবেশ করে ফায়দা নিতে চেষ্টা করছে।

স্বৈরচার শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে নিষিদ্ধ হয় ছাত্রলীগ। এরপর থেকে নানা সময়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশের চেষ্টা করে নিষিদ্ধ সন্ত্রাসী এ সংগঠনের নেতাকর্মীরা। গত সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার আন্দোলন শুরু হয় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। 

ঢাকা কলেজ এড়িয়ে থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে সচিবালয়ে মিছিল নিয়ে আসে। অপরদিকে মঙ্গলবার সকাল থেকেই সহপাঠীদের হারিয়ে মাইলস্টোন কলেজে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ দুস্থানে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। 

গতকাল মঙ্গলবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই ৬টি দাবি নিয়ে আন্দোলন শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাইলস্টোনে বাড়তে থাকে বহিরাগত শিক্ষার্থীদের পদচারণা। বহিরাগতদের অধিকাংশেরই ছিল না আইডি কার্ড। বিশৃঙ্খলা তৈরি করতে মাইলস্টোনের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা। 

জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনকে কৌশলে ছাত্রলীগ নেতারা নিজেদের কব্জায় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দিয়াবাড়ীতে মারধর করে আহত করছে। এদের মধ্যে পূর্ব থানার জুলাই ২৪ আন্দোলনে আহত শিক্ষার্থী আকাশের অবস্থা গুরুতর। আহত আকাশকে লুবনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এভার কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। 

মাইলস্টোন কলেজের সাবেক শিক্ষার্থী ফয়সাল বিন ওমর বলেন, আমরা সকাল ৯টা থেকে আমাদের ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু দুপুর ১২টার দিকে বহিরাগতরা এসে ক্যাম্পাসের ভেতরে থাকা কনফারেন্স রুমের সামনে হামলা চালায়। যারা এ হামলা চালিয়েছে তারা কেউ মাইলস্টোনের শিক্ষার্থী ছিল না। আমরা বিষয়টি বুঝতে পেরে প্রশাসনের সহযোগিতায় তাদের ক্যাম্পাস থেকে বের করে দিয়ে গেটে তালা দিয়ে রাখি। কিন্তু তাতেও তারা থামেনি। পরিস্থিতি ঘোলাটে করতে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা। যার মধ্যে ছিল ছাত্রলীগের বড় একটি অংশ। 

এদিকে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং চুক্তিভিত্তিক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে শিক্ষা ভবনে ঘেরাও করতে আসে সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষাভবন থেকে বের হয়ে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয় ঘেরাও করে। শিক্ষার্থীদের এ আন্দোলনেও অনুপ্রবেশ করে নিষিদ্ধ ছাত্রলীগ। এ আন্দোলনকে যৌক্তিক দাবি করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় সচিবালয় যাওয়ার। দুপুরে শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল তখন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ঘণ্টায় অন্তত ১০টি পোস্ট শেয়ার করা হয়। যেখানে সব পোস্টেই আন্দোলনে ‘উসকানি’ দেওয়া হয়। এ ছাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সহিংসতায় ‘উসকানি’ দিচ্ছেন এবং অংশ নিচ্ছেন, যার বিভিন্ন স্ক্রিনশট ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সচিবালয়ে ঘেরাও করতে আসা আন্দোলনকারী অনেককেই নিজেদের শিক্ষার্থী হিসেবে দাবি করলেও নিজেদের পরিচয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বলতে পারেনি। 

সচিবালয়ের সামনে থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। আটকের সময় তারা বলছিল, দোকানের শ্রমিক তারা। কিন্তু পরে তারা স্বীকার করেছে, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী তারা। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ডাকে সাড়া দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই তারা সচিবালয়ের সামনে লাঠিসোঁটা নিয়ে যোগ দেয় এবং সংঘর্ষে জড়ায়।

পুলিশের ধারণা, রাষ্ট্রীয় শোক চলছে ঠিক সেদিনই পরিবেশ নষ্ট করতেই একটি নিষিদ্ধ দলের নেতাকর্মীরা সুযোগ নিয়ে ঝামেলা তৈরি করতে এসেছিল। তাদের বেশিরভাগই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।

এ বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, পুলিশ শুরু থেকে কিছুই বলেনি। এরপরও শিক্ষার্থীদের ব্যানারে কিছু উচ্ছৃঙ্খল যুবক সচিবালয়ে তাণ্ডব চালিয়েছে। শেষ পর্যন্ত পুলিশ ও সেনা সদস্যরা দুর্বৃত্তদের সরিয়ে দিয়েছে। বেশ কয়েকজন আটক রয়েছে। তাদের বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী।

চট্টগ্রামে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা তাদের এ আন্দোলনেও অনুপ্রবেশ করে নিষিদ্ধ ছাত্রলীগ। বিষয়টি নিয়ে টেলিগ্রামের একটি গ্রুপে আলোচনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি টেলিগ্রাম গ্রুপের রেকর্ডিং ছড়িয়ে পড়ে। যেখানে রাউজান পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক বলেন, এমপি মহোদয়ের পরিবারের সদস্যদের নির্দেশে আমরা ৪০-৫০ জনকে আন্দোলনে ঢুকিয়ে দিয়েছি। সে সময় অপর পাশ থেকে ‘জয় বাংলা জুম ব্রিগেড’- নামে একটি প্লাটফর্মের মুখপাত্র সাজ্জাদুল আনাম বলেন, যত পারো ঢুকিয়ে দাও, বসে না থেকে কাজ করো।

বিশ্লেষকরা বলছেন, এমন ভুয়া-গুজব ছড়ানোর পেছনে করণ হলো নিজেদের স্বর্থ বা ফায়দা হাসিল করা। এ ছাড়া ক্লিকবেইট, ফলোয়ার বাড়ানোসহ নানা উদ্দেশ্য থাকে।

বিমান দুর্ঘটনার সময় ছড়ানো নানা ভুয়া ছবি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক বি এম মইনুল হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার পরিস্থিতে ভুয়া ছবি থেকে গুজব ও আতঙ্কের সৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে বড় ধরনের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কাও তৈরি হয়।

‘গুজবে কান দেবেন না’ : সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেন, ‘তথ্য লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করব। দুর্ঘটনা দুর্ঘটনাই।’ গতকাল দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজার পর সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কী ঘটেছিল। তার ভিত্তিতে কোনো ভুলত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’

বিমানবাহিনী প্রধান বলেন, ‘পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন। দয়া করে দেশের এ বিপদের সময় সামাজিক মাধ্যমের গুজবে কান দেবেন না। একটি শক্তিশালী বিমানবাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এ স্তম্ভকে দুর্বল করে দেবেনন না।’

‘আ. লীগের দুষ্টু চক্র দুর্ঘটনায় সুযোগ নেওয়ার অপচেষ্টা করছে’ : আওয়ামী লীগের একটা দুষ্টু চক্র বিমান দুর্ঘটনার ঘটনায় সুযোগ নেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার আজকের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, কোনো উপায়েই আর আওয়ামী লীগের এখানে পুনর্বাসনের সুযোগ নেই।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন
শালিখায় বাড়ছে পাটকাঠির কদর
গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
জামায়াতে এ দেশের স্বাধীনতা চায়নি : সুমন
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
সুলতানগঞ্জকে যদি বন্দর করা যায় তাহলে করা হবে: ড. এম সাখাওয়াত
নওগাঁয় চক্ষু হাসপাতালের উদ্বোধন
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close