মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল মিয়া নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের হাজী ছনাওর মিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নিজচৌকি গ্রামের বাচ্চুর মিয়ার ছেলে বলে জানা গেছে।
মাদরাসা সূত্রে জানা যায়, ইসমাইল প্রস্রাব করার জন্য ছুটি নিয়ে বেলা পৌনে ১২ টার দিকে বাথরুমে যায়। মাদ্রাসার একতলা ভবনের ছাদের উপর দিয়ে পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লাইনে বিদ্যুতায়িত হয়ে নিহত হয়।
মাদ্রাসার শিক্ষক আব্দুল হাফিজ জানান, মাদ্রাসার ছাদে প্রস্রাব করতে গিয়ে অসতর্কতায় বিদ্যুতের তারে হাত লেগে শিক্ষার্থীর মৃত্যু হয়। আরেক শিক্ষার্থীর মাধ্যমে খবর পেয়ে আমরা ছাদে গিয়ে দেখি ইসমাইলের নিথর দেহ বিদ্যুতের তারে ঝুলছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিদ্যুৎ স্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি জেনেছি, তবে ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
কেকে/এআর