পাবনায় সড়ক দুর্ঘটনায় পিয়ারুল ইসলাম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ৭টায় গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গোরস্তান সংলগ্ন কালভার্টের ওপর এ ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌকিবাড়ি গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার লাউ নিয়ে হাজির হাটে যাচ্ছিলেন। এ সময় ভ্যানটি কালভার্টের ওপর উঠলে এক্সেল ভেঙে পড়ে যায়। হঠাৎ পেছন থেকে একটি অটোভ্যান সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
স্থানীয় জনগণ তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
কেকে/এএম