লালমনিরহাট আদিতমারী উপজেলায় খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারির মাধ্যমে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮টি ইউনিয়নের উন্মুক্ত লটরীর মাধ্যমে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ২৬ জন ডিলার নিয়োগ করা হয়।
এ উপজেলায় ১৮৫ আবেদন জমা পড়ে তার মধ্যে ২৬টি আবেদন যাচাই-বাছাই করে বাতিল করা হয়।
অনুষ্ঠানে জেলা খাদ্য অফিসার অনিক পাল অনতু, উপজেলা খাদ্য অফিসার মোস্তাফিজার রহমান,সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, বিআরডিবি কর্মকর্তা রাকিবুল হাসান,উপজেলা শিক্ষা অফিসার আজিজুল ইসলাম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম মোস্তফা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত লটারিতে ডিলার নিয়োগে কিছু আওয়ামী লীগের নাম থাকায় উপস্থিত এক পর্যায়ে বিএনপির কিছু নেতাকর্মীরা আপত্তি জানাই।
পরে আবেদনকারী লটারিতে ডিলার নিয়োগে আওয়ামী লীগের নাম থাকায় সেই ডিলার বাতিলের জন্য বিএনপি সমর্থক কিছু আবেদনকারী উপজেলা নির্বাহী বরাবরের লিখিত অভিযোগ দায়ের করে।
উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার বলেন, এ বিষয়ে কয়েকটা অভিযোগ পেয়েছি তবে অভিযোগগুলো আমরা জেলা কমিটি বরাবরে প্রেরণ করব। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
কেকে/এএম