ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাবনা ক্যাডেট কলেজের ছাত্র ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের সন্তান বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে তিনি নিহত হন।
তৌকির রাজশাহী ল্যাবরেটরি স্কুলে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষ করে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হয়।
তারা এক ভাই এক বোন, তার বোন সৃষ্টি বর্তমানে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ছে। তার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, বাচ্চাদের পড়াশোনার সূত্রে রাজশাহী উপশহরে বসবাস করতেন। তাদের পৈতৃক বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
কেকে/এএস