মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে সাইফুল ইসলাম বেপারী (৫৩) নামের এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার পাঁচগাঁও বাজারে এ ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও মৃত নজরুল বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচগাঁও বাজারে লিটন মিয়ার ফলের দোকানের সামনে বসে থাকা অবস্থায় অতর্কিতভাবে সিয়াম, সায়েম, মেহেদী হাসান ও আরো ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি সাইফুলকে লোহার রড, কাঠের বাটাম ও কিল-ঘুষি দিয়ে মারধর করে।
হামলায় তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠান।
এ ঘটনায় আহতের ভাই মামুন বেপারী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মইদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএস