মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় যাত্রীবাহী একটি লেগুনাকে সজোরে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে লেগুনার চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লেগুনাটি মানিকগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে বানিয়াজুরির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাটুরিয়াগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটিকে সজোরে ধাক্কা দিলে তা রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে যাত্রীদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনা নিয়ে একটি মামলার প্রস্তুতিও চলছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
কেকে/এএস