হবিগঞ্জের বাহুবলে ট্রেনে কাটা পড়ে ছেরাগ আলী (৭০) নামের এক শ্রবণপ্রতিবন্ধী নিহত হয়েছেন।
রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি কালুটুলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য দরবেশ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কানে কম শুনা ছেরাগ আলী বৃষ্টির সময় মাছ ধরতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তারা রেলওয়ে পুলিশকে খবর দেন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সাজিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেকে/এএস