সোনাগাজী উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে সোনাগাজীতে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন করা হয়।
জুলাই শহিদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি, আলোচনা সভা ও শহীদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স হলে এ অনুষ্ঠান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বায়েজিদ আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা খাদিজা বেগম, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
বক্তব্য রাখেন শহিদ মো. আবদুর গণির স্ত্রী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর প্রতিনিধি আমিনুল ইসলাম মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি ইব্রাহিম শাকিল, সাংবাদিক এস এন আবসার, শিক্ষার্থী ফারিহা আঞ্জুম।
কেকে/এজে