মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের(নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সিঙ্গাইর সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুর রহমান (শহিদ) মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে নিজ বাড়িতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
তিনি সিঙ্গাইর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আজিমপুর গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক স্ত্রী, তিন ছেলে, মা, বাবা, ভাইবোনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
শহিদুর রহমান গত ১৫ জুলাই তার ফেসবুক পেইজ থেকে লাইভে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপি-আওয়ামী লীগ কোনো ভেদাভেদ নয়, ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে এক হওয়া দরকার।’
তিনি নিজের অতীতের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চান। ফেসবুকে লাইভে ক্ষমা চাওয়ার দুই দিনের মাথায়ই তিনি মারা যান। যা তার মৃত্যুকে আরো আবেগঘন করে তোলে রাজনৈতিক মহলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকারবিরোধী আন্দোলনের সময় নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় তিনি গ্রেফতার হন এবং প্রায় দুই মাস কারাগারে ছিলেন। মাত্র দুই সপ্তাহ আগে তিনি জামিনে মুক্ত হন।
বৃহস্পতিবার বাদ জোহর আজিমপুর কেন্দ্রীয় কবরস্থান মাঠে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার আত্মার মাগফিরাত কামনা করে শোক জানানো হয়েছে।
কেকে/ এমএস