গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রায় এক হাজার মানুষ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাঘেরবাজার সাফারি পার্ক সড়কের একটি অটোরিকশা স্ট্যান্ড থেকে অবৈধভাবে চাঁদা আদায় ও হামলার ঘটনায় ইসলাম উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার পর ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হলেও ইসলাম উদ্দিন এখনও গ্রেফতার হননি।
এলাকাবাসীর অভিযোগ, ইসলাম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। তার বিরুদ্ধে নানা সময় ভয়ভীতি প্রদর্শন, অর্থ আদায় ও দলে বিভাজন সৃষ্টির অভিযোগ রয়েছে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রা আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রশাসনের নীরব ভূমিকা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
মানববন্ধনে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী বিএনপি নেতা ইসলাম উদ্দিনকে দল থেকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান। তারা বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি জনগণের ওপর জুলুম করে, তাকে দল থেকে বাদ দেওয়া উচিত। পাশাপাশি তার দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম তাজ তিনি বলেন, ‘আমরা সবসময় দলের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট। কোনো ব্যক্তি যদি দলীয় পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালায় বা চাঁদাবাজিতে লিপ্ত হয়, তাহলে তার স্থান বিএনপিতে থাকতে পারে না। দোষী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা চাই, দলীয় শৃঙ্খলা বজায় রেখে রাজনীতির মাধ্যমে জনগণের পাশে থাকতে।’
এছাড়াও বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম, ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান, রাকিব সরকার, সোহাগ হোসেন এবং ছাত্রদল নেতা তানভীর তরিকুল।
কেকে/এজে