কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের ‘বহিরাগত’ বলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় কলেজ মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসজুড়ে প্রদক্ষিণ করে।
মিছিলটি কলেজের প্রশাসনিক ভবন, ‘হৃদয়ে বাংলাদেশ’ ম্যুরাল, পরীক্ষা ভবন, অর্থনীতি ভবন ও কলা ভবনের চারপাশ ঘুরে কলা ভবনের প্রধান ফটকে এসে শেষ হয়।
সোমবার রাতে কলেজের কয়েকজন শিক্ষক ফেসবুকে শিক্ষার্থীদের বহিরাগত বলে স্ট্যাটাস দেন। এর প্রতিবাদেই শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, বহিরাগত বহিরাগত’সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখর করে তোলেন। সেই সঙ্গে তারা কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিও জানান।
মিছিলে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের সভাপতি মনির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. জাহিদুল ইসলাম এবং ছাত্রদল নেতা ওমর ফারুক।
বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘গত এক বছরে আমরা ৯টি দাবি নিয়ে অধ্যক্ষের কাছে গিয়েছি। তিনি আমাদের শুধু ঘুরিয়েছেন, টালবাহানা করেছেন। বলেছেন, তিনি অক্ষম, কেন এসেছেন তিনি নিজেও জানেন না। তাকে মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে, তাই এসেছেন।’
তারা আরো বলেন, যার কাছে সমাধান নেই, তার এ কলেজে থাকার দরকার নেই। অধ্যক্ষ ‘আর আসবো না’ বলে চলে যাওয়ার পর, একটি ফ্যাসিস্ট দল তামিমের নির্যাতনের বিচার বানচাল করতে চায়। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের পূর্বসূরিদের কলেজে ফিরিয়ে আনা। তবে ৫ই আগস্টপরবর্তী বাংলাদেশে তাদের ঠাঁই নেই।
কেকে/এএস