নাটোরের মোহনপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত শাহানাজ বেগম নামে এক নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সেনাপ্রধানের নির্দেশে সেনাবাহিনীর সদস্যরা অ্যাম্বুলেন্সে করে ভুক্তভোগী নারীর নিজ বাসা নাটোর থেকে বগুড়া সিএমএইচে নিয়ে যায়।
সেনাবাহিনীর নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, জমিজমা বিরোধের সূত্র ধরে গত ২৬ জুন হালিমা বেগম এবং শাহানাজ বেগম নামের দুই নারীকে তাদের প্রতিপক্ষ মরিচের গুঁড়া মিশ্রিত গরম পানি দিয়ে শরীর ঝলসে দেয়।
পরে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আহত নারীদের মধ্যে হালিমা খাতুনের অবস্থার উন্নতি হলেও শাহানাজ নামের অপর নারীর অবস্থার অবনতি হয়।
হতদরিদ্র নারী শাহানাজের পরিবার টাকার অভাবে সুচিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবনযাপন করছিল। বিষয়টি সেনাপ্রধান অবগত হয়ে বিনামূল্যে শাহানাজ পারভীনের উন্নত চিকিৎসার নির্দেশ দেন।
সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগকে কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা জানান, এমন উদ্যোগ দেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
কেকে/এএম