বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেতাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সদস্য নবায়ন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুরাদ আহমেদ। সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদরুল পারভেজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি মোছা. জিন্নাত আরা, জেলা বিএনপির সহসভাপতি মো. মোজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক মো. বাবু চৌধুরী।
আরো বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক সম্পাদক প্রভাষক মঞ্জুরুল ইসলাম, পৌর বিএনপির উপদেষ্টা এমওয়ালী ফ্লাড, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামালউদ্দীন জামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রবীণ রাজনীতিবিদ আব্দুর রহিম তার নিজ সদস্য ফরম বিশ টাকার বিনিময়ে নবায়ন করেন।
কেকে/এএস